১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয় দিবসকে ঘিরে বিজয়ের সাজে সেজেছে রাজধানী ঢাকা।
বিজয়ের এ দিনটিকে স্মরণ করে রাখতে ঢাকা বিভিন্ন সড়ক ও বড় বড় সরকারি-বেসরকারি ভবনগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলকে আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়।
লাল, নীল, সাদা, হরেক রঙের মরিচা বাতি দিয়ে ভবনের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের আদল।
রাজধানীর রাজউক ভবনকে বিভিন্ন ধরনের মরিচা বাতি দিয়ে সাজানো হয়েছে প্রাসাদের মতো করে।
রঙিন ঢাকা যেন পরিণত হয়েছে লাল-সবুজের পতাকায়।