পথশিশুদের বিজয় আনন্দ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 05:40:30

১৬ ডিসেম্বর। বাঙালি জাতির এক অবিস্মরণীয় গৌরবের দিন। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে আরেকটি রাষ্ট্রের আত্মপ্রকাশ হয়।

তবে বিজয় দিবসে বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বরাবরের মত এক ভিন্নধর্মী আয়োজন করেছে 'পথশিশু সেবা সংগঠন'। অধিকার বঞ্চিত শিশুদের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে তাদের এ আয়োজন। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদের মধ্যে বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়।

সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাচ-বাংলা চত্বরে শুরু হয়ে এ অনুষ্ঠান চলে দুপুর ১টা পর্যন্ত।

পথশিশুদের বিজয় আনন্দ/ ছবি: বার্তা২৪.কম

সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানের আশপাশের পথশিশুদের আঁকা বিভিন্ন ধরনের ছবি প্রদর্শিত হয়েছে। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছে। কোনো দল রং তুলিতে স্মৃতিসৌধ ও শহীদ মিনারসহ স্বাধীনতার ছবি আঁকছে। কেউ নদী, নৌকা, নদীর পাশে ছোট কুড়ে ঘর, ফসলের মাঠ, মুক্ত আকাশে পাখির ওড়ায় রূপসী বাংলার চিত্র ফুটিয়ে তুলছে। অনুষ্ঠানের এক পাশে শিশুদের সঙ্গে খাবার খাচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানের শেষের দিকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় পথে থাকা এসব শিশুদের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। অনুষ্ঠানের শেষে শিশুদের আনন্দ দেয়ার জন্য জাদু দেখানো হয়।

পথশিশুদের আঁকা ছবি/ ছবি: বার্তা২৪.কম

এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা বার্তা২৪.কম-কে বলেন, আমাদের বিজয় যাতে নির্দিষ্ট মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে তার জন্য প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বিজয় দিবসেও আমরা পথশিশুদের নিয়ে অনুষ্ঠান করে থাকি। তাদের কাছে বিজয়ের অর্থ তুলে ধরি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরি। আমরা চাই আমাদের চারপাশে প্রত্যেকটি মানুষ স্বাধীনতার অর্থ বুঝুক, বিজয়ের স্বাদ পাক।

জানা যায়, প্রায় ১২ বছর ধরে ঢাকায় অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে পথশিশু সেবা সংগঠনটি। তাছাড়া সিলেটে ২ বছর ও চট্টগ্রামে ১ বছর ধরে কাজ করছে। পথশিশুদের নিয়ে রাস্তায় নিয়মিত কাজের পাশাপাশি পুনর্বাসিত করছে তারা। রাস্তায় ঘুরে বেড়ানো শিশুদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল ধরনের চিকিৎসার ব্যবস্থাও করে থাকে সংগঠনটি।

পথশিশুদের বিজয় আনন্দ/ ছবি: বার্তা২৪.কম

সংগঠনের প্রতিষ্ঠাতা ইটালিয়ান নাগরিক লুসিও বেনিনাতি বলেন, আমাদের সমাজে ধনী-দরিদ্রের মধ্যে অনেক দূরত্ব আছে। আমরা সবাইকে একসাথে আনতে চাই। তাদের মধ্যে বিজয়ের একাত্মতা প্রকাশ করার সুযোগ দিতে চাই। শিশুরা যাতে নিজেদেরকে মেলে ধরতে পারে, সেই সুযোগও আমরা দিতে চাই। আমাদের সংগঠন যেহেতু সম্পূর্ণ স্বেচ্ছাসেবী, সেহেতু সংগঠনে সদস্যদের সংখ্যা বাড়লে আমরা সেবার পরিসর বাড়াতে পারবো।

এ সম্পর্কিত আরও খবর