জাতীয় স্মৃতিসৌধে গণমানুষের ঢল

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-16 05:21:28

মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের শ্রদ্ধা নিবেদনের পরই জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকেই জনসমুদ্রে পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। একের পর এক রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে আপামর জনসাধারণ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে থাকে।

দিবসটি ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে জয়বাংলা ধ্বনিতে মুখরিত করে তোলে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শ্রদ্ধায় সিক্ত শহীদ বেদি ঢেকে যায় ফুলে ফুলে।

স্মৃতিসৌধের মূল ফটক থেকে সামনেই বড় প্রজেক্টরে রাজাকারদের ছবি প্রদর্শন করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষ ও ভবিষ্যৎ প্রজন্ম রাজাকার কী ও তাদের পরিচয় জানতে পারছে। পাশেই মাইকে বাজছে দেশের গান।

ধামরাই থেকে শ্রদ্ধা জানাতে আসা রফিক বলেন, ‘ভোর রাতে বাসা থেকে বের হয়েছি। রাস্তায় গাড়ি ছিলো না। তাই এখানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য হেঁটেই এসেছি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোর জন্য ছোট মেয়েকে সঙ্গে এনেছি।’

শ্রদ্ধা জানাতে আসা হাবীব বলেন, ‘বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে এবার অনেক কিছু দেখতে পারলাম। জানতে পারলাম রাজাকারদের পরিচয়, দেখতে পেরেছি রাজাকারের ছবি।’

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা সফের আলী বলেন, ‘শহীদদের এই শ্রদ্ধা নিবেদন দেখে আমি আবেগাপ্লুত। এখন মরেও শান্তি পাব। একজন মুক্তিযোদ্ধা হিসাবে যথেষ্ট সম্মান পাচ্ছি। আর আমার শহীদ ভাইদের যে সম্মান দেয়া হচ্ছে তাতে আমি সত্যিই অভিভূত।’

এ সম্পর্কিত আরও খবর