শিক্ষকদের কোন্দলে বিজয় দিবসে বার্ষিক পরীক্ষা!

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-23 00:58:20

সারাদেশের মানুষ যখন বিজয় দিবস উদযাপনে ব্যস্ত তখন সিলেটের বিশ্বনাথ উপজেলার 'ইছহাক একাডেমী’র শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপুর গ্রামে গড়ে উঠেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 'ইছহাক একাডেমী'। প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন অলংকারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোজাহিদ। সম্প্রতি এ প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীন কোন্দল দেখা দিয়েছে। এর জের ধরে শিক্ষকদের একটি অংশ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত আইসিটি পরীক্ষা আজ সোমবার আয়োজন করে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জসিম মিয়া বলেন, এর আগে এই প্রতিষ্ঠানে বিজয় দিবসে কখনো কোনও পরীক্ষা হয়নি। এবার কেন হলো বুঝতে পারছি না।

ইছহাক একাডেমীর প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, ভুল হয়ে গেছে। আমাদের এটা করা ঠিক হয় নি। আর এমনটি হবে না।

ইছহাক একাডেমীর পরিচালক মিজানুর রহমান মোজাহিদ বলেন, পরীক্ষার রুটিন অনুযায়ী আজ (১৬ ডিসেম্বর) কোনো পরীক্ষা নেই। আইসিটি বিষয়ে আগামীকাল (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে একটি দ্বন্দ্ব চলমান। আর ওই দ্বন্দ্বের জের ধরে প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্যই শিক্ষকরাই বিজয় দিবসের দিন পরীক্ষা নিয়েছেন। আজকের পরীক্ষার ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি।

এ সম্পর্কিত আরও খবর