ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 17:26:26

অদক্ষ জনবল ও মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্সসহ বেশ কিছু অনিয়মের কারণে চট্টগ্রামের আলোচিত ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

রোববার (৮ জুলাই) দুপুরে ৩ ঘণ্টা অভিযান শেষে বার্তা ২৪.কমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন। 

সারওয়ার আলম বলেন, প্যাথলজিল্যাবের অদক্ষ ও সার্টিফিকেট হীন লোকজন কাজ করছে। এখান থেকে রিপোর্ট দেওয়া হলেও পরীক্ষা হচ্ছে আবার অন্য ল্যাবে, যা সত্যি দুঃখজনক। 

তাছাড়া, ড্রাগ লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে ২০১৬ সালে। এখন পর্যন্ত নবায়ন করা হয়নি বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্র্রেট।

অন্যদিকে শিশু রাইফা'র মৃত্যুর সঙ্গে এই অভিযানের কোন সম্পর্ক আছে কিনা জানতে চাইলে,  এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,  এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ ছিল। শিশু রাইফার মৃত্যুর সঙ্গে  কোন সম্পর্ক নেই।

প্রসঙ্গ, শিশু রাইফা মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় গতকাল ডা. দেবাশীষ সেনগুপ্তকে চাকরি থেকে অব্যাহতি এবং চিকিৎসক শুভ্র দেবকে নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৯ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় ম্যাক্স হাসপাতালে মারা যায় সাংবাদিক কন্যা শিশু রাফিদা খান রাইফা।

এ সম্পর্কিত আরও খবর