হার্ডিঞ্জের স্থলে নতুন রেলসেতু নির্মাণে জাপানের সহায়তা চান রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 07:20:20

হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পুরোনো রেলসেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু। এই ব্রি‌জের জায়গায় নতুন একটি রেল‌সেতু নির্মা‌ণে জাপানের সহায়তা চেয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রেলভবনে রেলমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো’র সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। রেল মন্ত্রাণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল‌সেতু নির্মাণ, কমলাপুর মাল্টিমর্ডান হাব নির্মাণ ও মেট্রোরেলের বিষয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন- রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান।

এ সম্পর্কিত আরও খবর