প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 03:00:44

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের (বীর বিক্রম) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব।

তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে পররাষ্ট্রমন্ত্রী এক শোকবার্তায় বলেন, মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় দীর্ঘদিনের। তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান তিনি।

এছাড়াও মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

প্রসঙ্গত, অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। মৃত্যুকালে এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এ সম্পর্কিত আরও খবর