‘রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, তদন্ত হচ্ছে’

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 06:06:13

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম কীভাবে এলো, তার তদন্ত কাজ শুরু হয়েছে। প্রতিটি জেলায় ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা-কর্মীদের এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর টাউন হলে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে।

শাহরিয়ার কবির বলেন, যুদ্ধাপরাধীদের মতো রাজাকারদেরও বিচারের আওতায় আনতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় কীভাবে এলো, তাও তদন্ত হবে। প্রতিটি জেলায় মুক্তিযুদ্ধকালে কারা পাকিস্তানের দোসর ছিল। স্বাধীনতার বিরোধীতা করেছে সেই ইতিহাস জাতিকে জানাতে হবে।

আলোচনা সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রংপুর জেলার সভাপতি ডঃ মফিজুল ইসলাম মান্টু, ভাষা সৈনিক আফজাল হোসেনসহ মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর