দক্ষিণাঞ্চলে শীত, গরম কাপড়ের চাহিদা বাড়ছে

বরিশাল, জাতীয়

জহির রায়হান,স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বরিশাল | 2023-08-27 03:47:37

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে দক্ষিণের জনপদেও বাড়ছে শীতের তীব্রতা। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় কদর বেড়েছে গরম পোশাকের। মানুষের চাহিদা অনুযায়ী শপিংমল ছাড়াও রাস্তার পাশে বসেছে গরম পোশাকের ভাসমান দোকান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে দেখা গেছে, বরিশাল নগরীর নগর ভবন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, বিবির পুকুর পাড়, জেলা পরিষদ পুকুর পাড় ও হাজী মহসীন সুপার মার্কেটসহ নগরীর বিভিন্ন জায়গায় বসেছে গরম কাপড়ের দোকান। দোকানগুলোতে মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

গরম কাপড়ের দোকানে ভিড়/ ছবি: বার্তা২৪.কম

ক্রেতারা পছন্দমতো কিনছেন নানা ধরনের গরম কাপড়। কেউ কিনছেন নিজের জন্য, কেউবা পরিবার-পরিজনের জন্য। এসব দোকানে গরম কাপড় বিক্রি হচ্ছে ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। দাম কম হওয়ার কারণেই এসব দোকানে মানুষের ভিড় বেশি।

কোহিনূর নামে গরম পোশাক কিনতে আসা এক নারী বার্তা২৪.কম-কে বলেন, আমরা গরীব, তাই বেশি দামের পোশাক কেনার সাধ্য নাই। যার কারণে ফুটপাতে দাঁড়িয়ে ৮০ টাকায় বাচ্চার জন্য সোয়েটার কিনেছি।

নগর ভবনের সামনে ফুটপাতে বসা রহিম নামে এক বিক্রেতা বার্তা২৪.কম-কে বলেন, সন্ধ্যার পর থেকেই দোকানে ক্রেতার চাপ বাড়ছে। সোয়েটারের বস্তা খুলছি। আশাকরি রাত ১০টার মধ্যে শেষ হয়ে যাবে।

গরম কাপড়ের দোকানে ভিড়/ ছবি: বার্তা২৪.কম

হাজী মহসীন সুপার মার্কেটের গরম পোশাক বিক্রেতা আবুল বাশার বার্তা২৪.কম-কে বলেন, কয়েকদিন ধরে বেচাকেনা কিছুটা বেড়েছে। তবে আজ তা বেড়ে কয়েক গুণ দাঁড়িয়েছে। শীতের তীব্রতা বাড়ার কারণে বেচাকেনার অবস্থাও ভালো। 

সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব উত্তর-পশ্চিমাঞ্চলে পড়লেও বরিশালে তেমন কোন প্রভাব পড়েনি। বরিশালে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে রাতের বেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। কিন্তু জানুয়ারির শুরুতে আবার শৈত্যপ্রবাহ বইতে পারে বলে বার্তা২৪.কম-কে জানান বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস।

এ সম্পর্কিত আরও খবর