ময়মনসিংহের নতুন এসপি আহমার উজ্জামান

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 21:23:39

ময়মনসিংহের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করছেন খাগড়াছড়ি জেলার বর্তমান পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, মোহা. আহমার উজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে প্রাণি বিদ্যায় এমএসসি শেষ করে ২১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত হন।

এদিকে, গত ৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ময়মনসিংহের এসপি শাহ আবিদ হোসেনকে ময়মনসিংহ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর