নিজ গ্রামে সমাহিত হলেন জয়নুল আবেদীন  

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম   | 2023-08-31 09:11:47

চট্টগ্রামের কৃতি সন্তান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের (বীরবিক্রম) দাফন সম্পন্ন হয়েছে। লোহাগাড়ার চুনতী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধানসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। দুপুরে তার মরদেহ হেলিকপ্টারে চট্টগ্রামের গ্রামের বাড়ি চুনতীতে নেওয়া হয়। বাদ আসর চুনতীর ঐতিহাসিক সীরাত ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। লক্ষাধিক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন, চুনতি হাকিমিয়া মাদ্রাসার মোহাদ্দিস হাফেজ মাওলানা মাঈনুদ্দিন হাসান। জানাজার পূর্বে সেনা বাহিনীর একটি চৌকস দল গার্ড অনার প্রদান করে। 

এ সম্পর্কিত আরও খবর