শিশু একাডেমি আইন খসড়া নীতিগত অনুমোদন

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-10 02:51:59

 

ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমি আইন-২০১৮ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

সোমবার (৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম  সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৬ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে এটির কার্যক্রম চলছিল তা ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে। এর মধ্যে বিশেষ কিছু অদল-বদল করা হয়নি। একাডেমির কার্যালয়ে ঢাকায় থাকবে। প্রয়োজনে বিভাগ ও জেলায় শাখা করা যেতে পারে।

নতুন ধারায় নির্বাহী কাজ বোর্ডের ওপর ন্যস্ত থাকবে। ব্যবস্থাপনা বোর্ড প্রস্তাব থাকবে। বর্তমানে পরিচালক আছে তা বদলে মহাপরিচালক নিয়োগ করা হবে। এছাড়াও জাতীয় কৃষি নীতি-২০১৮ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর