ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ ৩ যুবক আটক

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-14 16:49:18

ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। আটককৃতরা দস্যুতা চক্রের সক্রিয় সদস্য বলে দাবি র‍্যাবের।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের সানকিপাড়া শেষ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- নগরের জামতলা এলাকার মুন্না হাসান (২২), আকুয়া ওয়ারলেস এলাকার সাকিব রায়হান পাপ্পু (২২) ও কলেজ রোড এলাকার রুবেল হাসান (১৯)।

র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৪ ময়মনসিংহের সিপিএসসি, আকুয়া বাইপাস ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি হাফিজুল ইসলাম বাবু'র নেতৃত্বে সানকিপাড়া শেষ মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, সুইজগিয়ার, চারটি মোবাইল সেট ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দস্যুতা সংঘটনকারী দলের সক্রিয় সদস্য। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে সুইজগিয়ার ব্যবহার করত তারা।

তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর