ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 15:31:39

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় পরিবারের সদস্য, ব্রাক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তাকে মরদেহে দাফন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদে, ছবি: সংগৃহীত

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আর্মি স্টেডিয়ামে আনা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানেই বেলা পৌনে ১টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে ফজলে হাসানের প্রতি শ্রদ্ধা জানাতে আসায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার ছেলে শামেরান আবেদ। তিনি বলেন, আমার বাবার রূহের মাগফিরাত কামনা করবেন এবং কোনো পাওনা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

স্যার ফজলে হাসান আবেদের মরদেহে রাষ্ট্রপতির পক্ষ থেকে মেজর আশিকুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে উপ সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সম্পর্কিত আরও খবর