সোমবার থেকে শুরু হচ্ছে সিলেট বিভাগীয় বইমেলা

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-11 14:08:33

আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী 'সিলেট বিভাগীয় বইমেলা'।

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

রোববার (২২ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন।

তিনি জানান, মেলায় ঢাকা থেকে আগত ২৮টি ও স্থানীয় ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান বইমেলায় অংশগ্রহণ করবে।

সোমবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কালাম আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আসলাম উদ্দিন আরও জানান মেলায় কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আরডিসি উম্মে সালিক রুমাইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

এ সম্পর্কিত আরও খবর