সিলেটে ১৫ হাজার ছাড়িয়েছে শীতজনিত রোগীর সংখ্যা

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম সিলেট | 2023-08-29 03:45:12

পৌষ মাসের শুরুতে সিলেটে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। এতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের প্রভাবে সিলেটে শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত নভেম্বর থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪০ জন, শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৩২১ জন ও অন্যান্য রোগে ৩ হাজার ৯৯০ জন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শীতে অ্যাজমা, নিউমোনিয়া, ডায়রিয়া সর্দি-কাশি, জ্বর এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনে হাসপাতালের আউটডোরে শিশু রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে গড়ে ২০-২৫ জন ও ইনডোরে ১৫-২০ জন বেড়েছে।

সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আমজাদ হোসেন বলেন, শিশু এবং বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই শীতের প্রকোপ থেকে শিশুদের রক্ষা করার পাশাপাশি বৃদ্ধদের প্রতিও সমান দৃষ্টি রাখতে হবে।

এ সম্পর্কিত আরও খবর