ভ্যান চালককে হত্যা: ৩ জনকে যাবজ্জীবন

, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 20:48:36

মেহেরপুর: জেলায় ভ্যান চালক খবির হোসেন (৩৮) হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জোড়পুকুরিয়া গ্রামের আবু জেহেলের ছেলে রবিউল ইসলাম, সাবান আলীর ছেলে অক্কাস আলী ও আইয়ুব আলীর ছেলে বিপ্লব।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১০ ডিসেম্বর সকালে জোড়পুকুরিয়া গ্রামের আলেক সর্দারের ছেলে খবির আলী ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি না ফিরলে রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। পরদিন সকালে একই উপজেলার ওলিনগর গ্রামের একটি রাস্তার পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১২ নভেম্বর গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই আছের আলী। আজ এই মামলার রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাদের মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি কাজী শহীদুল ইসলাম জানান, বাদীপক্ষের সাথে আলাপ করে পরবর্তীতে কী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর