মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:28:46

 

ঢাকা: খুব শিগগির পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মিয়ানমার সফরে যাবেন। সেখানে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার কি ব্যবস্থা গ্রহণ করেছে তা দেখে আসবেন।

মঙ্গলবার (১০ জুলাই) মেরিটাইম কাউন্টার টেরোরিজম শীর্ষক কর্মশালা শেষে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি বলেন,  পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজে সরজমিনে গিয়ে পরিস্থিতি দেখে আসবেন। ঠিক কোন দিন যাবেন তা পরিস্কার করে বলেননি পররাষ্ট্রমন্ত্রী। তবে বলেছন,  ‘শিগগিরই যাবেন। সহায়ক পরিবেশ তৈরি হয়ে গেলে প্রত্যাবাসন দ্রুততার সঙ্গে শুরু হবে বলে আশা করি। বেশ কিছু নাম যাচাই-বাছাই হয়ে গেছে। আমার মনে হয়, দ্রুত প্রত্যাবাসন শুরু হবে।

তিনি বলেন, এটি জটিল প্রক্রিয়া।

এ সম্পর্কিত আরও খবর