রংপুরে বড়দিন উদযাপনে নানা আয়োজন

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 11:09:13

আজ বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষ্যে রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপাসনা, পুঁথি পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে রংপুরে বড়দিন উদযাপন শুরু হয়।

বুধবার সকাল থেকেই রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভিড় করে। পরে গির্জার ফাদারের নেতৃত্বে উপাসনা, পাঠ ও সংগীতে অংশ নেন তারা। সবশেষে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।

কেক কাটার মধ্য দিয়ে রংপুরে বড়দিন উদযাপন শুরু হয়, ছবি: বার্তা২৪.কম

রংপুর সদর ব্যাপটিস্ট চার্চের ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমরম বলেন, শুভেচ্ছা বিনিময়, প্রিয়জনকে উপহার প্রদান, দুপুরে ভোজ এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সারাদিন নানা আয়োজন রয়েছে।

এদিকে বড়দিন উপলক্ষে রংপুরে ব্যাপটিস্ট চার্চ এবং ক্যাথলিক চার্চগুলো বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে গির্জাগুলোকে, ছবি: বার্তা২৪.কম

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই আলপনা আঁকা, যিশু জন্ম দৃশ্য, বৃক্ষসহ বড়দিন উদযাপনের নানা সামগ্রী তৈরি করা হয়। এছাড়া সন্ধ্যা ৬ টায় চার্চগুলোতে উপাসনা ও কীর্তন গাওয়া হয়। বড়দিনের উৎসবে সকলের সম্মিলিত উপাসনায় বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর