যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনায় শুরু হয় বড়দিনের উৎসব।
বরিশাল নগরের অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোর থেকেই চলে ভক্তদের প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলার আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, উজিরপুরসহ বিভিন্ন উপজেলায় বড়দিন নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ।
বড়দিন উপলক্ষে বরিশালের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বড়দিনকে ঘিরে বরিশাল মহানগরসহ জেলা জুড়ে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। বরিশালের জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, বড়দিন উৎসবমুখর পরিবেশে পালন ও উদযাপন করার লক্ষ্যে বরিশাল জেলাজুড়ে রয়েছে পুলিশের কঠোর অবস্থান ও নজরদারি।