বরিশালে নতুন ৩৯৬ জন চিকিৎসকের যোগদান

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-19 21:48:48

বরিশাল বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ৩৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণ ৩৯৬ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন।

জানা গেছে, ৩৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণ হওয়ার পর চলতি মাসের ৮ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং ১২ ডিসেম্বর বরিশাল বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন তারা।

বরিশাল বিভাগে চিকিৎসকের ১ হাজার ৬৬টি পদের মধ্যে ৭২৬টি পদ দীর্ঘ দিন ধরে শূন্য ছিল। নতুন ৩৯৬ জন চিকিৎসক যোগদান করার পরও বিভাগে চিকিৎসকের ২৮০টি পদ শূন্য রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে যোগদানের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এ সময় তিনি বলেন, নতুন চিকিৎসকরা বরিশালে যোগদান করায় চিকিৎসক সংকট অনেকাংশে কমে আসবে এবং রোগী সেবার মানও অনেকটাই বাড়বে।

এ সম্পর্কিত আরও খবর