বরিশালে দেখা গেল বলয়গ্রাস সূর্যগ্রহণ

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-28 07:15:35

বরিশালের আকাশে দেখা গেল বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি শুরু হয় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ড থেকে। যা ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত চলে।

বরিশাল আবাহাওয়া অফিসের পর্যবেক্ষক শওকত জাহান গাজী বার্তা২৪.কমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, এই সূর্যগ্রহণ পূর্ণ গ্রহণ নয়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। তবে বলয়গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এ সময় সূর্যের চারদিকে একটি বলয় বা চুড়ির মতো দেখা যায়। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে।

‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ সূর্যগ্রহণটি দেখার আয়োজন করে

এদিকে, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামের একটি সংগঠন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সূর্যগ্রহণ দেখার আয়োজন করে। সাল ফিল্টার গ্লাসের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সূর্যগ্রহণ দেখে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী বার্তা২৪.কমকে বলেন, শিক্ষার্থীদেরকে সূর্যগ্রহণ দেখানোর জন্য এ আয়োজন করা হয়েছে। এখানে নিবন্ধনের মাধ্যমে প্রায় শতাধিক শিক্ষার্থী সাল ফিল্টার গ্লাসের মাধ্যমে সূর্যগ্রহণ দেখেছে।

এ সম্পর্কিত আরও খবর