ডাকটিকিট প্রদর্শনী শুরু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 16:38:31

চারদিন ব্যাপী ডাকটিকিট প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান এই প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী ইয়াফেস ওসমান

ডাকটিকিট প্রদর্শনী কার্যক্রমের শুরুর আগে বিজ্ঞান মন্ত্রী বলেন, 'ডাকটিকিট প্রদর্শনের মাধ্যমে দেশের অনেক ইতিহাস জানা যায়। এই প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন সময়ের ডাকটিকিট আপনারা দেখতে পাবেন। প্রতিটি ডাকটিকিট ইতিহাসের সাক্ষী'।

মন্ত্রী এই প্রদর্শনী ঘুরে দেখছেন

আয়োজকদের উদ্দেশে এ সময় তিনি বলেন, 'আসছে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই ধরনের আরেকটি ডাকটিকিট প্রদর্শন কার্যক্রম করা যেতে পারে'।

ডাকটিকিট প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী এই প্রদর্শনী ঘুরে দেখেন এবং নতুন একটি ডাকটিকিট উন্মোচন করেন।

নতুন একটি ডাকটিকিট উন্মোচন করেন মন্ত্রী

ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ডাকটিকিট প্রদর্শনী বৃহস্পতিবার থেকে শুরু হয় রোববার (২৯ ডিসেম্বর) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

এ সম্পর্কিত আরও খবর