বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-27 00:02:46

বরিশালে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবার কখনও মুষলধারায় বৃষ্টি নামছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসও বইছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শুরু হয়ে রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এছাড়াও শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. প্রণব কুমার বার্তা২৪.কমকে জানান, শুক্রবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত ৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

শুক্রবার সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শীতের তীব্রতা বাড়তে পারে। এ দিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডি‌গ্রি সেল‌সিয়াস ও স‌র্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডি‌গ্রি সেল‌সিয়াস রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর