নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করে ভোটার হতে পারবেন বিদেশিরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 22:33:34

বিদেশিদের বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিক হওয়ার ক্ষেত্রে নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। এ বিষয়ে মাঠপর্যায়ে নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ফেনী সদর উপজেলায় এক চীনা নাগরিকের (চীনা নারী জোয়াং জিং) বাংলাদেশে ভোটার হওয়ার বিষয়টি সামনে আসার পর এমন নির্দেশনা দিলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। যদিও এরই মধ্যে তা ডিলিট করে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাইকরণ) মো. সরওয়ার হোসেন স্বাক্ষরিত ‘বৈবাহিক সূত্রে বিদেশি নাগরিকের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে’ নির্দেশনাটি সকল থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠান।

ওই নির্দেশনায় বলা হয়, ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদেশি কোনো নাগরিক (পুরুষ/মহিলা) বাংলাদেশের কোনো নাগরিকের (পুরুষ/মহিলা) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার বাংলাদেশি নাগরিত্ব লাভের ক্ষেত্রে নিম্নরুপ বিধানাবলী প্রযোজ্য হবে-

Bangladesh Citizenship (temporary provisions) rules, 1978 (সংশোধন) এর Sub-rule (1) এর দ্বিতীয় শর্তাংশের clause (a) এ অনুসারে বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে চার বছর বসবাস করার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশের নাগরিককে বিবাহ করার কারণে Bangladesh Citizenship (temporary provisions) order, 1972, Bangladesh Citizenship (temporary provisions) Rules, 1978 এর Rule 4- (1) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এস,আর,ও নম্বর-৩২৮ আইন/২০০৮ এর (a) অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশি নাগরিত্ব প্রাপ্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে শর্ত থাকে যে, আবেদনকারীকে এ্যাফিডেফিটের মাধ্যমে নিজ দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে। উল্লেখ্য, আবেদনকারী এ্যাফিডেফিটের মাধ্যমে নিজ দেশের নাগরিকত্ব পরিত্যাগ না করেন তবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভের জন্য অযোগ্য হবেন।

ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৭এর (ক) অনুসারে ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এমতাবস্থায়, মাঠপর্যায়ে বৈবাহিক সূত্রে কোনো বিদেশি নাগরিককে (পুরুষ/মহিলা) ভোটার হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই তাকে তার নিজ দেশের নাগরিকত্ব পরিত্যাগের প্রমাণ হিসেবে এ্যাফিডেফিট (সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক অনুমোদিত) দাখিল করতে হবে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে সতর্কতার সাথে প্রযোজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় ওই চিঠিতে।

এ সম্পর্কিত আরও খবর