দেশের বেশ কয়েকটি জেলায় গত দুদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। এ ছাড়া মেঘলা আকাশের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। সূর্যের মুখ দেখা যাচ্ছে না। শৈত্যপ্রবাহে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পঞ্চগড়, দিনাজপুরসহ উত্তর ও পশ্চিমের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।
দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৭.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বার্তা২৪.কম-কে জানান, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জানুয়ারির শুরুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।