স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরবে ‘ফার্স্ট ডে কভার ক্যাটালগ’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-24 02:53:23

স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অম্লান রাখতে ভূমিকা রাখবে ‘বাংলাদেশ ফার্স্ট ডে কভার ক্যাটালগ’ বই। গবেষণামূলক বইটি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরবে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে “বাংলাদেশ ফার্স্ট ডে কভার ক্যাটালগ : ১৯৭১-২০১৯” শীর্ষক গবেষণামূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ মন্তব্য করেন। বইটি প্রকাশ করেছে মুক্ত আকাশ মিডিয়া স্টার লি. এবং সংকলন করেছেন গবেষক-অনুবাদক সিদ্দিক মাহমুদুর রহমান।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গবেষণামূলক এ রকম একটি গ্রন্থের প্রয়োজনীয়তা অপরিসীম উল্লেখ করে এর সম্পাদক ও প্রকাশককে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অম্লান রাখতে বইটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন লাইব্রেরি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোতেও এ বইয়ের কপি সংরক্ষণ করার ওপর জোর দেন ডেপুটি স্পিকার।

বিশেষ অতিথিদ্বয়ও এই মূল্যবান গ্রন্থটিকে ইতিহাসের দর্পণ হিসেবে আখ্যায়িত করে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। গ্রন্থকার হিসেবে গ্রন্থটি তৈরির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন বইটির গবেষক-সংকলক সিদ্দিক মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. কাজী শরীফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্ত আকাশ মিডিয়া স্টার লিমিটেডের সম্পাদক ও প্রকাশক মো. শামসুল আলম।

এ সম্পর্কিত আরও খবর