ক্লিন সিলেট’ গড়ার ঘোষণা ৭ মেয়র প্রার্থীর

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:42:07

 

সিলেট: বিজয়ী হলে ফুটপাত দখলমুক্ত, জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, মাদক নির্মূলসহ পরিকল্পিত 'ক্লিন সিলেট' গড়ার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ মেয়র প্রার্থী। তারা নগরীর সৃষ্ট সব সমস্যা দূরীকরণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

বুধবার (১১ জুলাই) সুশাসনের জন্য নাগরিক (সুজন) ‘জনগণের মুখোমুখি’ হয়ে মেয়র প্রার্থীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম (বাস গাড়ি), মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন (হাত পাখা), সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর (মই), স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ( হরিণ) জনগণের প্রত্যাশার জবাব দেন।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান জানান, কেবল রাস্তাঘাটের উন্নয়ন নয়, সাধারণ নাগরিকের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। তিনি নির্বাচিত হলে সিলেটের ফুটপাত দখলমুক্ত করবেন বলে অঙ্গীকার করেন।

বিএনপির প্রার্থী সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি যা করেছি তা দৃশ্যমান। আমি স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে বিশ্বাসী। সিলেট সিটি করপোরেশন উন্নয়নের জন্য কোনো মাস্টারপ্ল্যান নেই। আর যেটি হয়েছিল, তার রিভিউ প্রয়োজন। মাস্টারপ্ল্যানের দিকে গুরুত্ব দিতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর