হলমার্ক চেয়ারম্যানের তিন বছর কারাদণ্ড, ২০ লাখ টাকা জরিমানা

, জাতীয়

শাহজাহান খান, কোর্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 22:36:16

 

ঢাকা: হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের সম্পদের হিসাব দাখিল না করার মামলায় ৩ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেছেন আদালত।

বুধবার (১১ জুলাই) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগারে থাকা জেসমিন ইসলামকে আদালতে হাজির করা হয়। আগামি ৬০ দিনের মধ্যে জরিমানার ২০ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালের ১২ ডিসেম্বর কমিশনের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন রমনা থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ বলা হয়, জেসমিন ইসলামের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। ২০১৩ সালের ১৩ নভেম্বর দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। নির্দেশ অনুযায়ী সম্পদ বিবরণী জমা না দিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন। কিন্তু তারপরও জেসমিন সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এ মামলা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর