ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২০-২০২১ ও ২০২১-২০২২ মেয়াদের কার্য নির্বাহী পরিষদের ৩য় দ্বি-বার্ষিক নির্বাচনে প্রাথমিকভাবে নির্বাচিত হলেন ৯ প্রার্থী।
শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন বোর্ডের ৭ম সভায় নতুন কমিটির পরিচালকদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচন বোর্ডের সদস্য এএইচএম বজলুর রহমান উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের শমী কায়সার, কমজগৎ টেকনোলজিস'র মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্পন কমিউনিকেশসন লিমিটেডের মোহাম্মাদ আব্দুল হক, হাউজ ডি আর্ক লি. এর মোহাম্মাদ সাহাব উদ্দিন, রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার, সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) আশীষ চক্রবর্তী, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ডিজিটাল হাব সল্যুশনস লি. এর মো. সাইদুর রহমান ও চালডাল লিমিটেডের জিয়া আশরাফ।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচিত পরিচালকদের মধ্যে শীর্ষপদ বণ্টন অনুষ্ঠিত হবে।