বরিশালে ৬০ হাজার মে. টন আমন ধান কিনবে সরকার

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-24 22:19:59

বরিশাল বিভাগে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে সরাসরি ৬০ হাজার ৫৪৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে সরকার। কৃষকরা ২৬ টাকা দরে সরকারের কাছে আমন ধান বিক্রি করতে পারবেন।

বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এবারের আমন ধানের মৌসুমে বরিশাল জেলায় ১১ হাজার ২৪৬ মেট্রিক টন, ঝালকাঠিতে ৩ হাজার ৫৬৬ মেট্রিক টন, পিরোজপুরে ৪ হাজার ৮০২ মেট্রিক টন, পটুয়াখালীতে ১৫ হাজার ৭৫ মেট্রিক টন, বরগুনায় ৮ হাজার ৪০১ মেট্রিক টন ও ভোলায় ১৭ হাজার ৪৫৪ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার।

বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও সহকারী খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মৌসুমী আক্তার বার্তা২৪.কমকে বলেন, প্রান্তিক কৃষকদের ধান চাষে উদ্বুদ্ধ করতে এবং ধানের ন্যায্যমূল্য ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার সরাসরি আমন ধান সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করেছেন।

ওই তালিকা অনুযায়ী কৃষকের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২৬ টাকা দরে আমন ধান কেনা হবে। গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান ওই কর্মকর্তা।

গত ১৯ ডিসেম্বর বরিশালের উজিরপুর উপজেলা মিলনায়তনে উন্মুক্ত লটারির মাধ্যমে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এ সম্পর্কিত আরও খবর