জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। জেডিসির পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯। এছাড়া ৩৩ প্রতিষ্ঠানের পাস করেনি কেউ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় পাশে ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পাস না করা ৩৩ প্রতিষ্ঠানের মধ্যে জেএসসিতে ১৪টি এবং জেডিসিতে ১৯টি প্রতিষ্ঠান।
এ বছর ২৬ লাখ ২ হাজার ৫৩ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জেএসসিতে ২২ লাখ ২১ হাজার ৫৯২ জন এবং জেডিসিতে ৩ লাখ ৮০ ৪৪২ জন শিক্ষার্থী অংশ নেয়।
অরও পড়ুন:
জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ