প্রাথমিকে পাসের হার ৯৫.৫০ শতাংশ, ইবতেদায়িতে ৯৫.৯৬

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 05:15:37

প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫.৫০ শতাংশ ও ইবতেদায়িতে ৯৫.৯৬ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ। অর্থাৎ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসেের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৯৬৫ জন। এর প্রাথমিকে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। ইবতেদায়িতে ১১ হাজার ৮৭৭ জন।

এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার বিবেচনায় ৮ বিভাগের মধ্যে বরিশাল শীর্ষে রয়েছে। ওই বিভাগের পাসের হার ৯৬.৯৩ শতাংশ। ৬৪ জেলার মধ্যে গাজীপুর জেলা প্রথম স্থানে রয়েছে, এ জেলার পাসের হার ৯৯.১৪ শতাংশ। ৫১০ উপজেলার মধ্যে ভোলার দৌলতখানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। অন্যদিকে সর্বোচ্চ পাসের হার বিবেচনায় ইবতেদায়ীতে ৮ বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ শীর্ষে। এ বিভাগের পাসের হার ৯৭.৮১ শতাংশ। নওগাঁ জেলার পাসের হার শতভাগ। মোট ৮৩টি উপজেলায় শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে।

এবার সমাপনীতে মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র ও ১২ লাখ ৭১ ৫৮৯ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন। এদের মধ্যে ছাত্র এক লাখ ৪১ হাজার ৪৫১ ও ছাত্রী এক লাখ ৮৪ ৬৩৭ জন।

অন্যদিকে ইবতেদায়িতে এবার তিন লাখ চার হাজার ১৭৮ জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ৫৭ হাজার ৯৩৬ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। ছাত্র সংখ্যা এক লাখ ৫০ হাজার ৮৩৫ জন ও ছাত্রী এক লাখ ৪১ হাজার ৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৬৮৫ জন ও এক হাজার ১৯২ জন ছাত্রী।

এ সম্পর্কিত আরও খবর