‘পাসের হার প্রশ্নপত্রের কারণে হেরফের হয়’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 09:48:59

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রতি বছর তো পাসের হার এক রকম থাকবে না, পাসের হার হেরফের হবে। প্রশ্নপত্রের কারণে কিছুটা হেরফের হয়। এবার আমরা সুন্দরভাবে পরীক্ষা নিয়েছি, কোন রকম দুর্নীতি করতে দেই নাই। সেজন্য খারাপ হতে পারে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা তুলে দেওয়ার বিষয়টি আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম। আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে অভিভাবকদের মাধ্যমে। আমাদের নানাভাবে প্রশ্ন করে বিষয়টা তুলে দিতে বলেছে। প্রধানমন্ত্রীর কথা এই পরীক্ষা একদিকে কোমলমতি শিশুদের মেধাবিকাশ, মননশীলতা ও ধৈর্যের একটা পরীক্ষা দিচ্ছে। আমরা এই পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে চাচ্ছি।

আমরা যখন প্রাইমারিতে পড়েছি তখনও পরীক্ষা ছিল। যারা বৃত্তি দিতো স্যার তাদের আলাদাভাবে যত্ন নিতেন। আমরা সকলের বেলায় সমান করছি এবং পরীক্ষা থাকা দরকার বলে আমরা মনে করি। কারণ তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। কিন্তু এতে মায়েরা এতো বেশি টানাটানি করে জিপিএ নিয়ে। আমরা চিন্তা করছি বিশেষ কোন ব্যবস্থায় পরীক্ষা নিতে।

এ সম্পর্কিত আরও খবর