বিএনপির মানসিকতা সেকেলে: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 00:24:43

ইভিএমে ভোট সুষ্ঠু হবে না বিএনপি'র এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতি যারা পছন্দ করে না তারা কতটা আউটডেটেড (সেকেলে) মন মানসিকতার, কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে এবং তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না'।

বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মেট্রোরেল লাইনে রেল-ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ইভিএম নাকি ডিজিটাল ভোটচুরির মেশিন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটা লেটেস্ট টেকনোলজি। ইভিএমে যদি ভোট হয় সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। এটি অ্যাকসেপটেড একটি সিস্টেম কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই'।

উত্তরের বিএনপি'র মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বলেছেন শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে এবং নির্বাচনের শেষ দেখে ছাড়বেন সাংবাদিকদের করা অপর প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,' এটা তো ভালো কথা তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে। তবে তাদের পুরনো সংস্কৃতি নির্বাচনের আগেই নির্বাচন বয়কট করা। সেখান থেকে যদি সরে আসতে পারে তাহলে সেটা ভালো কথা। আশা করি তারা নির্বাচনের শেষটা দেখবেন এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবেন। রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত তারা বলবে ভোট কারচুপি-জালিয়াতি-ডাকাতি হয়েছে। সুতরাং তারা যে অঙ্গীকার করেছে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে সেটা যেন তারা করেন'।

নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা নেই এমন অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই কেন এটাই আমরা জানতে চাই । নির্বাচন কমিশন তো সবসময়ই তাদের পক্ষেই কথা বলছে সরকারের পক্ষ নিয়ে তো কথা বলছে না নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছেন।

আরও পড়ুন-'মেট্রোরেলে রেল-ট্র্যাক স্থাপন কাজের উদ্বোধন' 

এ সম্পর্কিত আরও খবর