সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-17 23:30:44

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ছিল ৪৯ বছর।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

বিএসএমএমইউ এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বার্তা২৪.কম-কে বলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আজ বৃহস্পতিবার সকাল আটটায় মারা যান।

নিহতের স্বজন হেদায়েতুল আজিজ মুন্না বাপ্পীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক সাংসদ বাপ্পী। পরে অবস্থার অবনতি হলে গত রোববার (২৯ ডিসেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত আরও খবর