রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাটাখালী পৌরসভার মোল্লাপাড়া ব্রিজের উপর এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- চারঘাট ইউসুবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তুষার আলী সম্রাট (২৮) ও সদস্য মারুফ খন্দকার সোহাগ (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কাটাখালী চকবেলঘড়িয়া এলাকার আব্দুল আলীমের ছেলে যুবলীগ নেতা তুষার আলী সম্রাট এবং একই এলাকার মারুফ খন্দকার সোহাগ মোটরসাইকেলে করে একটি মুরগির খামারে যাচ্ছিলেন। তারা বেলঘড়িয়ার মোল্লাপাড়া ব্রিজের কাছাকাছি পৌঁছালে দেশীয় অস্ত্র, লাঠি নিয়ে কাটাখালী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ আলীর নেতৃত্বে ৭-৮ জন নেতাকর্মী তাদের ওপর হামলা করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় স্থানীয়রা। আহত তুষার আলী সম্রাট ও মারুফ খন্দকার বর্তমানে হাসপাতালের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তুষার আলী সম্রাটের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।