অশুভ শক্তিকে ক্ষমতায় না আনতে প্রধানমন্ত্রীর সতর্ক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 15:54:41

ঢাকা: রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো অশুভ শক্তিকে না আনার জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ জুলাই) ১০ম জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মানুষ এখন একটু সুখের মুখ দেখতে আরম্ভ করেছে। আবার কোন অশুভ শক্তি এসে যেন মানুষের সুখ স্বচ্ছন্দ কেড়ে নিতে না পারে। এটাই আমি দেশবাসীর কাছে এই মহান সংসদের মাধ্যমে আবেদন জানাব।

ঢাবির ভিসির বাড়িতে ভাংচুরকারীরা কোনভাবেই ছাড় পাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,আন্দোলনের নামে অছাত্র সুলভ আচরণ করছে তারা। ভিসির বাড়িতে ভাংচুর কারীরা কোনভাবেই ছাড় পাবে না বলেও পুনরায় হুশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় তিনি সংসদে রোহিঙ্গাদের বিষয়ে বলেন, ১১ লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয়দানের প্রসঙ্গ  সমগ্র বিশ্ব বাংলাদেশের এই ভূমিকার প্রশংসা করেছে। যেটা দেশের জন্য বিরাট অর্জন।

বিশ্বে এখন আর কোন দেশ বাংলাদেশকে অবহেলার চোখে দেখে না উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ স্বীকার করেছে বাংলাদেশ কেবল উন্নয়নই করছে না তাদের উন্নয়ন স্থায়ীও হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর