সেরা ৬ স্টার্টআপ নির্বাচন করল বাংলালিংকের ‘আইটি ইনকিউবেটর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 20:42:36

ঢাকা: সেরা ৬ ডিজিটাল স্টার্টআপ নির্বাচন করে তাদের আগামী এক বছর অবকাঠামো উপকরণ ও প্রশিক্ষণ দেবে বাংলালিংকের ‘আইটি ইনকিউবেটর’।

বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় হোটেল লে মেরিডিয়ানে বাংলালিংক ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে  ‘আইটি ইনকিউবেটর-এর গ্রান্ড গালা অনুষ্ঠানে নির্বাচিত ডিজিটাল উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অসুস্থতার জন্য অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

নির্বাচিত ৬ ডিজিটাল স্টার্ট আপ হলো জিনি আইওটি, ছবির বাক্স, হোমফুডসকো, পাকলি, টিচ ইট, এবং ইজি সেন্স।

অনুষ্ঠানে বাংলালিংক এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস বলেন, আইটি ইনকিউবেটরের সম্ভাবনাময় ডিজিটাল স্টার্টআপগুলোর প্রয়োজনীয় একটি প্লাটফর্ম তৈরিতে সক্ষম হয়েছে।

প্রতিভাবান উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে  উদ্ভাবনী পরিকল্পনাকে সফল উদ্যোগে পরিণত করার ক্ষেত্রে সাহায্য করবে বাংলালিংক।

২০১৬ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর তথ্য প্রযু্ক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইটি ইনকিউবেটর উদ্বোধন করেন।

২০০ এর বেশি স্টাটআপ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো। এর মধ্যে সেরা ছয়টি স্টার্টআপ বাছাই সম্পন্ন করে ইনকিউবেটর রাজধানীর কাওরান বাজারে জনতা টাওয়ারে অবকাঠামোসহ প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা প্রদান করবে।

এ সম্পর্কিত আরও খবর