পটুয়াখালীতে শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত জীবনযাত্রা 

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-09-01 13:13:35

পটুয়াখালীসহ উপকূল অঞ্চলে শীত এবং বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

মৌসুমী বায়ুর প্রভাবে গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে শুরু হওয়া হালকা বৃষ্টি শনিবারও(৪ জানুয়ারি) অব্যাহত রয়েছে। উপকূলজুড়ে কখনও হালকা আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

পটুয়াখালীসহ উপকূল অঞ্চলে শীত এবং বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

পটুয়াখালী জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার বেলা ১২ টা পর্যন্ত পটুয়াখালী জেলায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬.০৬ ডিগ্রি সেলিসিয়াস। বোরবারও (৫ জানুয়ারি) এমন আবহাওয়া বিরাজ করবে বলে জানান আবহাওয়া বিভাগ সংশ্লিষ্টরা।

এদিকে অসময়ে বৃষ্টিপাতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে গরিব-দুস্থ,  কর্মজীবী ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

এ সম্পর্কিত আরও খবর