‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 23:41:58

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’- প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২০।

পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে বার্ষিক পুলিশ প্যারেডে সকাল সাড়ে ৯ টায় অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন বাহিনীর কর্মকর্তারা।

পুলিশ সূত্র বলছে, বিভিন্ন দূতাবাসে পুলিশ নিয়োগ, পৃথক পুলিশ বিভাগ, আবাসন, যানবাহন, ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা, কর্মঘণ্টা কমানো, পুলিশের মহাপরিদর্শক পদকে ফোর স্টার জেনারেলের মর্যাদা প্রদান, প্রথম শ্রেণির কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি ক্রয়ে সহজশর্তে ঋণসহ সুপারনিউমারারি পদের সংখ্যা বাড়ানো অন্যতম দাবি তুলে ধরা হতে পারে।

কর্মকর্তা বলছেন, ২০১২ সাল থেকে যেসব গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে এর মধ্যে কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি আংশিক বাস্তবায়ন হয়েছে। তাই আশা করছি এ দাবিগুলোও বাস্তবায়ন হবে।

অন্যদিকে এবার ২০১৯ সালের কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহে চার ক্যাটাগরিতে ১১৮ জনকে পদক দেওয়া হচ্ছে। যার মধ্যে বিপিএম সাহসিকতা পাচ্ছেন ১৪, বিপিএম সেবা ২৮, পিপিএম সাহসিকতা ২০, পিপিএম সেবা ৫৬ জন।

আবার সাহসিকতা ও বীরত্বগাথা কাজের স্বীকৃতি হিসেবে ৫৯৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আইজিপি’র ব্যাজ (আইজিপি’স এক্সেমপ্লরি গুড সার্ভিসেস ব্যাজ) দেওয়া হবে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বার্তা২৪.কমকে বলেন, পুলিশ সপ্তাহকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাহিনীর মনোবল এবং কর্মস্পৃহা বাড়াতে এবারও বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরা হবে।

এ সম্পর্কিত আরও খবর