টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে তীব্র যানজট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-26 00:07:52

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার পর থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কে এই যানজটের সৃষ্টি হয়।

সড়কটিতে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে যাত্রীবাহী বাসসহ ট্রাকের লম্বা সারি। কোন কোন গাড়ি তাদের লাইট বন্ধ করে বসে আছে। কী কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছ তা জানেন না কোন যাত্রী কিংবা চালক।

ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক রকিব জানান, এটা নিত্যদিনের দুর্ভোগ। প্রতিদিন এই সময়েই যানজট হয়। আশুলিয়ার সড়কের পাশে থাকা পোশাক করখানাগুলো এক সঙ্গে ছুটির হয় বিধায় কিছুটা যানজট পড়ে, কিন্তু আজ তীব্র যানজট। মনে হয় সড়কে কোনো দুর্ঘটনা ঘটেছে৷

এ ব্যাপারে আশুলিয়া ট্রাফিক পুলিশের ট্রাফিক ইনচার্জ বলেন, টঙ্গাবাড়িতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে, দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।

এ সম্পর্কিত আরও খবর