সিলেটে নকল ব্র্যান্ডরোলের সিগারেট জব্দ

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম সিলেট | 2023-08-22 13:06:56

সিলেট নগরের কুমারপাড়া পয়েন্টস্থ এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্র্যান্ডরোল ব্যবহৃত ‘রমনা’ ব্র্যান্ডের ১০ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উপ-কমিশনার মো. ছৈয়দুল আলমের নেতৃত্বে অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়।

ছৈয়দুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্র্যান্ডরোল ব্যবহৃত ‘রমনা’ সিগারেট জব্দ করা হয়। চালানটি চট্টগ্রামের জামিল অ্যান্ড সন্সের মাধ্যমে সিলেটের মুহাম্মদ নজরুল হকের কাছে পাঠানো হয়।

তিনি জানান, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী নকল ব্র্যান্ডরোল ব্যবহার করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকি দেওয়া হয়। এই আইন লঙ্ঘনকারী ব্যক্তিকে আইনের আওতায় শাস্তি এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর