কম্বল ও খাবারের আশায় সাভারে দুস্থদের ভিড়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-30 17:09:52

সারাদেশে একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সে লক্ষ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাভারে শুকনো খাবার ও কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। কম্বল বিতরণ করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বরে এই কম্বল ও খাবার বিতরণ করবেন তিনি।

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর হাত থেকে কম্বল ও শুকনো খাবার গ্রহণের জন্য অপেক্ষা করছে হাজার হাজার দুস্থ মানুষ। একটি কম্বল, এক প্যাকেট খাবারের আশায় সকাল ৯টা থেকে বসে আছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, সাভারের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪ হাজার গরিব মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণের কার্ড দেয়া হয়। শুধু কার্ডধারী ব্যক্তিরাই এসব কম্বল ও খাবার পাবেন। এসব কার্ডধারীদের ভিড়ে সাভার উপজেলা পরিষদ চত্বরে তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই।

এ সম্পর্কিত আরও খবর