‘মুজিব বর্ষ’ উপলক্ষে চসিকের বছরব্যাপী কর্মসূচি

চট্টগ্রাম, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 05:51:39

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মপরিকল্পনা কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

কর্মপরিকল্পনার অংশ হিসেবে নগরের চারটি গুরত্বপূর্ণ মোড়ে সময় গণনার (কাউন্ট ডাউন) ঘড়ি স্থাপন, সারা বছর নগর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পালিত হবে।

আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এই কাউন্ট ডাউন ঘড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে আগামী ১৭ মার্চ। এ দিনকে উপলক্ষ করে ‘মুজিব বর্ষ’ ঘোষণা দিয়েছেন সরকার। এই জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ই মার্চ থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সরকারের অভিন্ন মডেলের ঘড়ি স্থাপন করা হচ্ছে নগরে।

নতুন প্রজন্মের মাঝে জাতির জনকের কর্মময় জীবন ও রাজনৈতিক জীবনকে তুলে ধরার জন্য চসিকের এই প্রয়াস।

এ সম্পর্কিত আরও খবর