ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:19:33

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস কমিউনিটি অব ক্যান্টনমেন্ট’ ব্যানারে মানববন্ধন শেষে তারা সড়ক অবরোধ করেন। এতে সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এমন নিরাপত্তাবহুল এলাকায় এ ধরনের ঘটনার ধিক্কার জানাই। আসামিকে দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে। যাতে করে এ ধরনের ঘটনা আর কখনো না ঘটে।

আরও পড়ুন: ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, অবরোধ

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা ছিল- ‘আর কত নারী ধর্ষিত হলে আমাদের বিবেক জাগবে’, ‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখিনা কাউকে’, ‘আমাদের বোন ধর্ষিত কেন?’

উল্লেখ্য, গত রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়া যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলায় বাস থেকে নামার পর এক ব্যক্তি তার মুখ চেপে পাশের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা

পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে সেখান থেকে অটোরিকশায় করে বাসায় ফেরার পর রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। বর্তমানে ওই ছাত্রী ট্রমায় ভুগছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর