শেখ মারুফকে দুদকে জিজ্ঞাসাবাদ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 14:49:34

ক্যাসিনো ব্যবসার সাথে সম্পৃক্ততা এবং এর মাধ্যমে অবৈধভাবে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বার্তা২৪.কমকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ ডিসেম্বর দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে তাকে দুদকে তলব করা হয়। তার বক্তব্য জানার জন্য ও অনুসন্ধানে সহায়তা করার আহবান জানানো হয়।

ওই নোটিশে বলা হয়েছিলো, বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে সাবেক এই যুবলীগ নেতার বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরও খবর