ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-17 09:36:26

চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ডিসেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৬ দশমিক ০৫ শতাংশ। কমার হার দশমিক ৩০ শতাংশ।

তবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য হিসাব করে থাকে।

মূল্যস্ফীতি কমার কারণ সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাজারে প্রচুর শীতকালীন সবজি উঠেছে, আমন ধান উঠে গেছে যার কারণে মূল্যস্ফীতি কমেছে।

বিবিএস সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমলেও ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। এর আগের মাসে ছিল ৬ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৫ শতাংশ হয়েছে। গত নভেম্বর মাসে তা ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর