নাসিরনগরে রথযাত্রায় হিন্দু-মুসলমানদের মিলনমেলা

, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:56:40

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে সাম্প্রদায়িক হামলার প্রায় দেড় বছর পর ব্যাপক পরিসরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি এই এলাকার হিন্দু মুসলমানদের এক সঙ্গে মিলনমেলায় পরিণত করে।

শনিবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ফান্দাউক পাগল শংকর জিউর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ৫ সহস্রাধিক নারী-পুরুষ ও ভক্তরা রথের রশি টেনে স্থানীয় বলভদ্র নদী পেরিয়ে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গোপাল জিউ মন্দির আঙিনায় নিয়ে যায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। এ উপলক্ষে পাগল শংকর জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাগল শংকর জিউর মন্দির কমিটির সভাপতি বাবু অসীম কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপিস্থত ছিলেন, ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মামুন, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, স্থানীয় গোপীনাথ জিউ মন্দিরের অধ্যক্ষ গৌরচরণ দাস অধিকারী। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মুসলমানদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, প্রতিবছর আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ২২ জুলাই রোববার উল্টো রথযাত্রার মাধ্যমে এ রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এ সম্পর্কিত আরও খবর