রংপুরে অগ্নিদগ্ধ আরও ২ নারীর মৃত্যু

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 07:17:50

রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ আরো দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রংপুর নগরীর কোটার পাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী আরেফা বেওয়া (৯০) এবং নগরীর স্টেশন আলমনগর মহল্লার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)।

রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এমএ হামিদ পলাশ জানান, তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা আরেফা ও মনোয়ারা দগ্ধ হয়েছিলেন। গত ৪ জানুয়ারি তারা বার্ন ইউনিটে ভর্তি হন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল।

জানা গেছে, এ নিয়ে চলতি শীত মৌসুমে গত ২১ দিনে আগুনে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৯। এরমধ্যে সাত জন নারী ও এক শিশু রয়েছে।

এদিকে রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় নয় জন মারা গেছেন। এরমধ্যে চার বছরের এক শিশুও রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর